কাপ্তাইয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ের ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা পরিষদের কৃষি বিষয়ক কমিটির আহবায়ক অংসুইছাইন চৌধুরী।

উপজেলা জেলা কৃষি অফিসার মো: ইমরান আহমেদের সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিকের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সনজিব ঘোষ।

এসময় কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।