রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সাথে কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আগস্ট) বেলা ৩টায় ইউএনও’র দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইউএনও বলেন, গণমাধ্যম হলো একটি শক্তিশালী মাধ্যম। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজ এবং রাষ্ট্রের সব কিছু তুলে ধরবেন। এ সময় তিনি প্রশাসনের সকল কাজে সহযোগিতা করতে সাংবাদিকদের অনুরোধ জানান।
মতবিনিময় সভায় কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাবেক সভাপতি কবির হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, নির্বাহী সদস্য অর্ণব মল্লিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।