কাপ্তাইয়ে চোলাইমদ সহ ২ নারী আটক

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দেশিয় তৈরি চোলাইমদ সহ ২ নারী পাচারকারীকে আটক করেছে।

রোববার (১৩ অক্টোবর) বেলা প্রায় ১১টায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রেশম বাগান ফরেনার্স চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সালমা বেগম প্রকাশ রঞ্জু বেগম (৫০) ও আয়েশা বেগম (৪৫)।

কাপ্তাই থানার ওসি মো. মাসুদ বলেন, সিএনজিচালিত অটোরিক্শাযোগে পাচারকলে দেশিয় তৈরি ৪১ লিটার চোলাই মদসহ ২ নারীকে আটক করা হয়েছে। আটক আসামীদের রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।