বিগত সরকারের আমলে গুম হওয়া সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবি জানিয়ে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষ্যে মানববন্ধন করেছে কাপ্তাই উপজেলা ও কর্ণফুলী কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কর্ণফুলী সরকারি কলেজের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম,
এ সময় তারা আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানায়।
কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন অপু সদস্য সচিব মো.রিয়াজ উদ্দিন আকাশসহ উপজেলা ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ সহ কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।