কাপ্তাইয়ে নার্সিংয়ের মহাপরিচালকের পদত্যাগ দাবি

নার্সিং শিক্ষার্থী এবং নার্সিং পেশা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে প্রতিষ্ঠানের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবিতে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হচ্ছে। তারই অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দায়িত্বরত সকল নার্স ও কর্মকর্তাদের উপস্থিতিতে এই মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত নার্স ও কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি সময় বিভিন্ন দাবি নিয়ে নার্সিং ও মিড-ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গেলে মহাপরিচালক নার্সিং পেশা নিয়ে অবমাননাকর কথা বলেছেন। যা নিয়ে সারাদেশে সমালচনা শুরু হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

তারা বলেন, অবিলম্বে মহাপরিচালককে পদত্যাগ করতে হবে। এই দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়নেরও দাবি জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।