রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ভালুকিয়া এলাকায় একটি বন্ধ ইটভাটা চালুর চেষ্টা করার সময় প্রশাসনের অভিযানে ফের বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে ওই ইটভাটাকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এ সময় চন্দ্রঘোনা থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
ইউএনও মো. মহিউদ্দিন বলেন, ওই ইটভাটাটি গত বছর কাপ্তাই উপজেলা প্রশাসনের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্প্রতি এটি ফের খোলার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফের বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
মন্তব্য নেওয়া বন্ধ।