কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকায় বন্যহাতির আক্রমণে অংশে হ্লা মারমা (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে সীতাপাহাড় এলাকার এই ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে। সে বাঙালহালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে নারানগিরি মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী জানান, গরু চড়াতে গিয়ে উক্ত স্থানে ওই শিক্ষার্থী বন্যহাতির সম্মূখীন হয়েছিলেন। সে সময় কিছু বুঝে উঠার আগে হাতি তাকে আক্রমণ করে বসে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিও খোঁজখবর নিয়ে ছেলেটির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ধারণা করছি সীতাপাহাড় এবং জগনাছড়ির মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আনচারুল করিম বলেন, আমরা খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য নেওয়া বন্ধ।