দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর রোগীর সংখ্যা। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই ঘটছে মৃত্যুর ঘটনা। এদিকে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে প্রায় প্রতিদিনই প্রচুর রোগী আসছেন হাসপাতালে। এর মধ্যে বেশিরভাগ রোগীদের ডেঙ্গু শনাক্ত হচ্ছে বলে নিশ্চিত করেছে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ। তবে ডেঙ্গুর প্রকোপে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
সম্প্রতি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জ্বর, সর্দি, কাশি উপসর্গ নিয়ে একাধিক রোগী আসছেন হাসপাতালে চিকিৎসা নিতে। এর মধ্যে এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা কাপ্তাই ইউনিয়নের বাসিন্দা সিদ্দিকুর রহমান, জহিরুল হক, আমেনা বেগম সহ বেশ কয়েকজন রোগী জানান, প্রায় ১ সপ্তাহ যাবৎ তারা জ্বর, সর্দি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে কষ্ট পাচ্ছেন। কিন্তু প্রাথমিক চিকিৎসা এবং ঔষধ খেয়ে সুস্থ না হওয়াতে শেষ পর্যন্ত কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন তারা। এছাড়া এসব অসুস্থতা দেখা দেওয়ার পর দিন দিন শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছেন বলে তারা জানান।
এর মধ্যে কয়েকজন রোগী জানান, ইতিমধ্যে তাদের এলাকায় বেশ কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়াতে চিন্তিত আছেন তারা। এছাড়া তাদের মধ্যে অনেকেই ডেঙ্গু পরীক্ষা করতে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। পাশাপাশি দিন দিন যে হারে ডেঙ্গু রোগী বাড়ছে, এতে বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলে তারা জানান।
এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, ডেঙ্গু বর্তমানে সারা দেশেই হানা দিয়েছে। এই মুহুর্তে ডেঙ্গু রোগের প্রকোপ যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এছাড়া কাপ্তাইয়ে ডেঙ্গু প্রকোপের বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে কাপ্তাইয়ে গত ১ মাস ধরে প্রায় প্রতিদিনই প্রচুর রোগী ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোগী আসছেন হাসপাতালে। যাদের মধ্যে অধিকাংশ রোগীরই কিন্তু ডেঙ্গু রোগ শনাক্ত হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়াতে আমরা কিন্তু এখন কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা করার উদ্যোগ গ্রহন করেছি। এছাড়া কাপ্তাইয়ের কিছু কিছু ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীর সিনড্রম জটিল হওয়াতে এবং অবস্থার অবনতি দেখা দেওয়ায় আমরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।
তবে ডেঙ্গু রোগে আতঙ্কিত হলে চলবেনা বরং একমাত্র সচেতনতার মাধ্যমেই ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব বলে জানিয়ে তিনি বলেন, সবাইকে ডেঙ্গু মোকাবেলায় যার যার বাড়ির আশেপাশে নিজ দায়িত্বে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি জ্বর, সর্দি কাশি ইত্যাদি উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানান তিনি। এছাড়া এখন থেকে সচেতন না হলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশংকা রয়েছে বলে তিনি জানান।
এদিকে কাপ্তাই উপজেলায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে দ্রুত সময়ে কাপ্তাই উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন কাপ্তাইয়ের স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য নেওয়া বন্ধ।