দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৭ সেপ্টেম্বর সারাদেশে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছেন। এবারের নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন ৪টি ভোটকেন্দ্র হলো- ২ নং রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক এবং ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, উপজেলায় সর্বমোট ২২টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে ১৮টি ভোটকেন্দ্র থাকলেও এবার চূড়ান্ত তালিকায় ২২টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। অথাৎ গতবারের চেয়ে এবার কাপ্তাইয়ে ৪টি ভোটকেন্দ্র বেশি।
মন্তব্য নেওয়া বন্ধ।