কাপ্তাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ে ২টি মাদ্রাসার ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এই ট্যাবগুলো বিতরণ করা হয়।

এদিন কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার ৬ জন শিক্ষার্থী এবং তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার ৬ জনসহ মোট ১২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এই ট্যাব বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, এই ট্যাব ব্যবহার করে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক বিশ্বের সথে তাল মিলিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে। এছাড়া ইতিপূর্বে উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম ও দশম শ্রেণীর মেধা তালিকায় ১ম, ২য় এবং ৩য় শ্রেণীর মোট ৭২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের এই ট্যাব বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলে রাব্বি মজুমদার।

মন্তব্য নেওয়া বন্ধ।