রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে। বুধবার (১৫নভেম্বর) বেলা ১২টা হতে দুপুর দেড়টা পর্যন্ত কাপ্তাই উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের জানমালের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য এলাকায় যৌথবাহিনী টহল দেওয়া হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহিউদ্দিনের নেতৃত্বে কাপ্তাই বিজিবি, পুলিশ ও আনাসার ব্যাটালিয়ন নিয়ে কাপ্তাইয়ে কেপিএম, বড়ইছড়ি বাজার, সদর এলাকা,কাপ্তাই নতুনবাজার ও আপষ্ট্রিম জেটিঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনী নিয়ে টহল দেয়া হয়।
কাপ্তাই নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহিউদ্দিন বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনী কাপ্তাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেওয়া হয়েছে। শান্তিশৃঙ্খলার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ অবস্থান করছে।
মন্তব্য নেওয়া বন্ধ।