কাপ্তাইয়ে হাতির আক্রমণ, ফাঁকা গুলি চালিয়ে রক্ষা

রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী রেঞ্জের ফ্রিংখিংয় বিটে গভীর রাতে বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে অফিস ভাংচুর করেছে। এ সময় সেখানে থাকা বনকর্মীরা প্রাণ বাঁচাতে টয়লেটে আশ্রয় নেয়।

গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বনবিভাগের অনান্য সদস্যরা ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বনকর্মীদের হাতির আক্রমণ থেকে রক্ষা করে।

বনবিভাগের কর্ণফুলী রেঞ্জ সূত্রে জানা যায়, বনের ভিতর ফ্রিংখিংয় বিটে বনকর্মীরা যখন শবে বরাত নামাজরত অবস্থায় ছিল। তখন পিছন থেকে ১১টি বন্যহাতি অফিসে এসে প্রায় ৪০ মিনিট হামলা চালায়। বন্যহাতি হামলা চালিয়ে অফিস, ঘরের আসবাবপত্র, বনকর্মীদের চাল, ডাল, ভাত, পানির ট্যাংক, বিদ্যুতের তারসহ সব কিছু ভাংচুর করে।

এক পর্যায়ে সেখানে থাকা অফিসের বনকর্মীরা নিজের প্রাণ বাঁচাতে টয়লেটের ভেতর আশ্রয় নেয়।

ঘটনাস্থলে থাকা বনকর্মী ফিরোজ শাহ মানিক জানান, আমরা সকলে রাতে শবেবরাত নামাজ পড়ার সময় হাতি পিছন থেকে চলে আসে। তবে প্রথমে ধারণা করেছিলাম গরু এসেছে। পরে দেখি সেখানে ১১টি হাতি। প্রথমবার হাতি এসে চলে গেলেও রাত ১১টার দিকে পুনরায় দলবেধে এসে সরাসরি অফিসে তাণ্ডব শুরু করে। আমরা প্রাণভয়ে সবাই অফিসের টয়লেটে আশ্রয় নিয়েছি। পরে বনবিভাগের অনান্য সদস্যরা এসে ফাঁকা গুলি চালিয়ে হাতির আক্রমণ থেকে রক্ষা করেছে।

এ বিষয়ে কর্ণফুলী রেঞ্জ অফিসার মো. মনিরুল ইসলাম জানান, আমরা রাতে খবর পেয়ে দ্রুত ফ্রিংখিংয় বিটে ছুটে গিয়ে ১০ রাউন্ড ফাঁকা গুলি করে বনকর্মীদের হাতির আক্রমণ থেকে রক্ষা করি। পরবর্তীতে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসি। ভোররাতে হাতির দল ফের সেখানে হামলা করেছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বনের ভিতর খাদ্য না পাওয়ায় বন অফিসে এসে হামলা চালিয়েছে হাতির দল। এছাড়া কয়েকদিন আগেও চিৎমরম মুসলিম পাড়ার চাষিদের লাখ লাখ টাকার কলাগাছ সহ ফসলি জমির ক্ষতি সাধন করেছে এই বন্যহাতির দল।।

মন্তব্য নেওয়া বন্ধ।