রাঙামাটির কাপ্তাইয়ের ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে পাড়াকেন্দ্রের ৪০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন স্কুলের পোশাক বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুলাই) ২০২২-২৩ অর্থ বছরের ইউনিয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই পোশাক বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন। এ সময় ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ইউপি সদস্য সরোয়ার হোসেন, অমল দেসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
এদিকে পাড়াকেন্দ্রের এই ৪০ ক্ষুদে শিক্ষার্থী নতুন স্কুলের পোশাক পেয়ে বেশ খুশি হয়েছেন। যা তাদের চোখে মুখে স্পষ্ট পরিলক্ষিত হয়। এছাড়া এমন মহৎ উদ্যোগে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।
মন্তব্য নেওয়া বন্ধ।