কাপ্তাইয়ে গভীররাতে দোকান ও বসতঘর পুড়ে ছাই

কাপ্তাই প্রজেক্টের চৌধুরীছড়ায় অবস্থিত নিচের বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি দোকানঘর ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৭ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময়। ৪নং কাপ্তাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ গভীর রাতে চৌধুরীছড়া নিচের বাজারে আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগুন লাগার খবর পাবার সাথে সাথে কাপ্তাই দমকল বাহিনীর কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচেষ্টা শুরু করে। তবে এর আগেই দোকান ঘর ও বসতবাড়ি গুলো পুড়ে ছাই হয়ে যায়।

কাপ্তাই দমকল বাহিনীর স্টেশন অফিসার শাহীন আলম জানান, চা দোকানদার ফয়েজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাপ্তাই উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ব্যাপারে তিনি আশ্বাস দেন বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।