রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ৩৫ ব্যাচের কর্মকর্তা মো. মহিউদ্দিন। বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১২টায় তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের পূর্ববর্তী নির্বাহী অফিসার রুমন দে এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনের দপ্তরে যোগদান করেন এবং গত ১৯ জুলাই রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন।
এদিকে যোগদানের প্রথমদিন নবাগত নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনকে উপজেলা পরিষদ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সর্বস্থরের মানুষ স্বাগত জানান। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।