কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত

রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের পাশের ঝোপের মধ্যে থেকে উদ্ধার হওয়া ৮ ফুট ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি অজগর কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। অজগরটির ওজন প্রায় ১০ কেজি।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান, রাঙামাটি জেলা উর্ধ্বতন বন বিভাগ কর্মকর্তার নির্দেশে অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে আজ অবমুক্ত করা হয়। এর আগে বুধবার বেলা ১টার দিকে রাঙামাটির জেলার রাণী দয়াময়ী বিদ্যালয় সংলগ্ন লোকালয় থেকে অজগরটি সাপটি উদ্ধার করে বনবিভাগ।

প্রসঙ্গত, কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে ইতপূর্বে বেশ কয়েকটি অজগর ও বিভিন্ন বণ্যপ্রানী অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।