কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়কের কাপ্তাই উপজেলার শীলছড়ি বালুর চর বেইলি ব্রিজটিতে বড় ফাটল দেখা দিয়েছে। চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন চালক ও যাত্রীরা। দ্রুত ফাটল প্রতিরোধে ব্যবস্থা না নিলে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই বেইলি ব্রিজ দিয়ে কাপ্তাই যাওয়ার একমাত্র সড়ক হওয়ায় প্রতিদিন শত শত ছোট, বড় এবং ভারী যানবাহন চলাচল করে থাকে। পাশাপাশি স্কুল, কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক, শিক্ষার্থী সহ কর্মজীবীরা এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে থাকে। ব্রিজটিতে ফাটল ধরায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন গুলো চলাচল করছে। এমনিতেই ব্রিজটি সরু হওয়ায় সব সময় যান চলাচলে একটি ঝুঁকি থাকে। তাই এখানে একটি স্থায়ী ভাবে পাকা কালভার্ট ব্রিজ নির্মাণ করা হলে অনেকটা ঝুঁকি কমার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘ বছরের পুরনো এই বেইলী ব্রিজে এর আগেও বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হওয়ায় যান চলাচল সাময়িক বন্ধ রেখে মেরামত করা হয়েছিলো। তবে অত্যাধিক গাড়ি চলাচল করার ফলে ব্রিজটিতে বারবার ফাটল দেখা দিচ্ছে এবং যান চলাচলে দিন দিন ঝুঁকি বাড়ছে। তাই দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছে সড়কটিতে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকরা।
সরজমিনে গিয়ে এই সড়কে চলাচলকারী কয়েকজন চালকের সাথে কথা হলে তারা জানান, অনেকটা ঝুঁকি নিয়ে প্রতিদিন এই বেইলী ব্রিজ পারাপার হতে হয়। বিশেষ করে এটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় প্রতিদিন কয়েকবার এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করতে হয়। এর আগে এখানে একাধিক বার সংস্কার করা হয়েছে তবে একটি স্থায়ী পাকা ব্রিজ নির্মাণ করা হলে এই ঝুঁকি অনেকটা কমে আসতো বলে তারা জানান।
এদিকে সড়কটিতে চলাচলকারী কয়েকজন যাত্রী জানান, প্রতিদিন এই পথে যাতায়াত করার সময় বেইলী ব্রিজে পার হতে হয়। অনেকসময় দেখা যায়, ব্রিজটি ছোট হওয়ায় একসাথে দুইটি গাড়ি পারাপার হতে পারেনা। এক প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। তাছাড়া বড় গাড়ি এই ব্রিজ দিয়ে পার হলে কম্পন শুরু হয়। আবার বৃষ্টির দিনে বেইলী ব্রিজটিতে অনেক মোটর সাইকেল আরোহী দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তাই এখানে আসলে একটি স্থায়ী পাকা ব্রিজ নির্মাণের যৌক্তিকতা রয়েছে। তাছাড়া পর্যটন শহর হিসেবে কাপ্তাইয়ে অনেক পর্যটকের আগমন ঘটে। দুর্ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে তারা জানান।
এ বিষয়ে মুঠোফোনে কথা হলে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, দ্রুত বেইলি ব্রীজটি সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



মন্তব্য নেওয়া বন্ধ।