কাপ্তাই বিএফআইডিসির এলপিসি শাখায় চুরির ঘটনায় আটক ১

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসির) এলপিসি শাখার যান্ত্রিক কারখানায় চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত করে মালামালসহ এক চোরকে আটক করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বেলা ১টার দিকে নিরাপত্তা বাহিনীর কর্মীরা এই চুরির ঘটনায় জড়িত শাহিন (২৫) নামে এক যুবককে মালামালসহ আটক করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এলপিসি শাখায় কর্মরত সহকারি ব্যবস্থাপক (হিসাব) বিলাশ কুমার বিশ্বাস জানান, আমরা সিসিটিভি ফুটেজ দেখে ২ জন চোরকে শনাক্ত করেছি। এর মধ্যে একজনের নাম কালু (৩০) এবং অপরজনের নাম শাহিন (২৫)। তারা দুই জনই ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে মোনাফ টিলায় বসবাস করে।

এ বিষয়ে এলপিসি শাখার নিরাপত্তা পরিদর্শক উশোয়েইনু মার্মা জানান, দুপুর ১টার দিকে আমরা আনসারকে নিয়ে চুরি হওয়া মালামালসহ চোর শাহিনকে গ্রেপ্তার করেছি। অপরজনকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি করা হয়েছে।

এর আগে, রবিবার ভোর রাত ৪টায় এলপিসি ওর্য়াকসপের পিছনের জানালা ভেঙ্গে ২ জন চোর কারখানা হতে মোটর, তারসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে নিয়ে পালিয়ে যেতে বের হয়। তবে নিরাপত্তা প্রহরীদের উপস্থিতি টের পেয়ে কিছু মালামাল ফেলে রেখে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনার জানাজানি হওয়ার পর এলপিসি শাখার কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে।

মন্তব্য নেওয়া বন্ধ।