রাঙামাটির কাপ্তাই বিএফআইডিসি মডেল প্রাইমারি স্কুল হতে শিল্প এলাকা বটতল পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা। দীর্ঘ বছর যাবৎ সড়কটি সংস্কার না করার ফলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও জনসাধারণের চলাচল সমস্য হয়ে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরজমিনে দেখা গেছে, সড়কটির মধ্যে বড় বড় গর্তে জমে আছে পানি। সড়কের উপরিভাগ উঠে গিয়ে বৃষ্টির পানি জমে যাতায়াতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সড়কটি দিয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, প্রাইমারি স্কুল শিক্ষার্থী, সুইডিশ মাদ্রাসা ও বিএফআইডিসির কারখানার হাজারো লোক যাতায়াত করেন। বর্তমানে সড়কটি দিয়ে চলাচল করতে হরহামেশা সমস্যর সৃষ্টি হচ্ছে।
এলাকার আবু বক্কর ছিদ্দিক মাদ্রাসার শিক্ষক হাফেজ মো.জালাল ও ইনস্টিটিউট শিক্ষার্থী আকাশ জানান, এ সড়কটি দিয়ে আমাদের চলাচল করতে সমস্য হচ্ছে। এটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ের ৬ নম্বর ইউপি সদস্য মজিবুর রহমান নিকট এ বিষয়ে ফোন করেও জানতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি।
মন্তব্য নেওয়া বন্ধ।