কাপ্তাই লেকের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই লেকের পানিতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বেলা দেড়টার দিকে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের বিএফআইডিসি টিলা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির নাম মো. নুর আলম (১২)। সে কাপ্তাই নতুন বাজার বিএফআইডিসি টিলার মো. হানিফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ৪নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মুজিবর রহমান জানান, শিশুটি বেলা দেড়টার দিকে তার মায়ের সাথে কাপ্তাই লেকের পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে লেকের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য এবং স্থানীয়রা তল্লাশি চালিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহীনুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আইনী প্রক্রিয়া শেষে শিশুটির দাফন সম্পন্ন করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।