কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্লাস পার্টি  

রাঙামাটির কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন কর্তৃক পরিচালিত শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কাপ্তাই শিশু নিকেতনের আয়োজনে প্রতি বছরের মতো এবারও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়েছে।

শিশু শিক্ষার্থীরা নানা রঙের পোশাকে সু-সজ্জিত হয়ে নাচ, গান ও আনন্দের মাধ্যমে বার্ষিক ক্লাস পার্টি পালন করে। এছাড়া এই আয়োজনে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকরাও শিশুদের সাথে আনন্দ উৎসবে সামিল হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করে কাপ্তাই ডিজিএফআই শাখার অধিনায়কের স্ত্রী মিসেস মোসাম্মৎ জিবুন নেছা চৌধুরী, কাপ্তাই অটল ছাপ্পান্ন অধিনায়কের স্ত্রী মিসেস সুর্বনা মারিয়াম, উপ-অধিনায়কের স্ত্রী মিসেস তানহা আমিন মোবাশ্বেরা ও শিশু নিকেতন অধ্যক্ষা রেহানা আক্তার রেখাসহ প্রমুখ। 

পরে শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অটল ছাপ্পান্ন কাপ্তাই সেনাজোন অধিনায়ক লে. কর্ণেল নুর উল্লাহ জুয়েল পিএসসি। এসময় তিনি বলেন, শিশু নিকেতন স্কুলে ক্লাস পার্টির মাধ্যমে শিশুরা যেভাবে আনন্দ উৎসব করেছে তা আসলেই প্রশংসনীয়। আগামীতেও 

লেখাপড়ার পাশাপাশি সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি আহবান জানান। এসময় অটল ছাপ্পান্ন উপ-অধিনায়ক ফয়েজ আহমদসহ বিভিন্ন অফিসার, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য নেওয়া বন্ধ।