রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা সফরে এসেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি কাপ্তাই এসে পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীনসহ অনান্য জেলা ও উপজেলার উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার কাপ্তাই উপজেলায় অবস্থানকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করবেন। পরে তিনি বেসরকারি উদ্যোগে নির্মিত শিলছড়ি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি ও পট হাউস এবং কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।