কাপ্তাই সার্কেল অফিস পরিদর্শনে জেলা পুলিশ সুপার

কাপ্তাই সার্কেল অফিস পরিদর্শন করেছেন রাঙ্গামাটির পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তিনি কাপ্তাই সার্কেল অফিস পরিদর্শনে আসেন।

এ সময় জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আর রব।

পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি অফিসার এবং ফোর্সের সাথে মতবিনিময় করেন। এছাড়া সকল অফিসার ও ফোর্সকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজুসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।