রাঙামাটির কাপ্তাই সেনা জোনের অভিযানে নিখোঁজ হওয়া রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমাকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজস্থলী উপজেলার গাইন্ধ্যা ইউনিয়নের লংগদুপাড়া হতে নিখোঁজ চেয়ারম্যানকে উদ্ধার করে সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাজস্থলী উপজেলা থেকে নিজ বাড়ি বাঙালহালিয়া ফেরার পথে নিখোঁজ হন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। পরে তার পরিবার কতৃক কোন খোঁজ না পেয়ে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং সেইসাথে কাপ্তাই সেনা জোনকে বিষয়টি অবগত করা হয়।
রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন বলেন, অপহরণকৃত চেয়ারম্যানকে সেনাবাহিনী কর্তৃক উদ্ধার করা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।
মন্তব্য নেওয়া বন্ধ।