কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না হওয়ায় হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হয়েছে। রবিবার (১৬ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল মাহামুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রিপন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কাপ্তাই হ্রদে মাছ শিকার যখন বন্ধ করা হয় তার চেয়েও বর্তমানে পানি কম। হ্রদে মাছের স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে আরও এক মাস সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও জেলেদের জন্য বাড়তি এক মাসের খাদ্য শস্যেরে জন্য সরকারকে অবহতি করা হবে।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে প্রতিবছর মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে তিন মাস মাছ আহরণে ও বাজারজাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ বছর ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ১৮ জুলাই মধ্যরাত পর্যন্ত মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল জেলা প্রশাসন। কিন্তু হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় সেই নিষেধাজ্ঞা আরো একমাস বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।