কাপ্তাই হ্রদে যাত্রীবাহী নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

জানমালের নিরাপত্তার স্বার্থে অনিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে যাত্রীবাহী নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল থেকে জেলার সঙ্গে উপজেলার যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হবে। পরে পরিস্থিতি বিবেচনায় ট্যুরিস্ট বোট চলাচলের সিদ্ধান্ত নেয়া হবে। আপতত হ্রদে এক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ থাকছে।

তিনি আরও বলেন, রাঙামাটির সঙ্গে ছয়টি উপজেলার একমাত্র যোগগাযোগ নৌ পথ। জেলার বাঘাইছড়ি, লংগদু, জুরাছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলার সঙ্গে কেবল এ পথে চলাচল হয়।

জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে হ্রদে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি কিছু উন্নতি এবং যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করেই আবারও যাত্রীবাহী নৌ চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।