রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে গিয়াস উদ্দিন (৪৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কাপ্তাই শহরের রিজার্ভ বাজারের মহসীন কলোনির পেছনের এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গিয়াস উদ্দিন পেশায় একজন দিনমজুর। তিনি রাঙামাটি শহরের আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নদীর পাড় এলাকায় বসবাস করতেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি কোতয়ালি থানার এসআই ক্য লাহ্ চিং বলেন, মহসীন কলোনি এলাকার বাসিন্দারা হ্রদের পানিতে একটি লাশ ভাসতে দেখে থানায় দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মৃতের আত্মীয়-স্বজনরা তার পরিচয় নিশ্চিত করে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, গিয়াস উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানতে পেরেছি। তাই আমরা ধারণা করছি, কোনোভাবে হ্রদের পানিতে পড়ে গেছেন। বাকিটা তদন্ত করে বলা যাবে।
প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই ক্য লাহ্ চিং।