চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলামসহ মোট নয়টি পদের প্রার্থীরা।
শনিবার (৪ জুন) দুপুরে কর্ণফুলীর রাঙ্গাদিয়া এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন উপ পরিষদের চেয়ারম্যান এটিএম সোলতান মাহমুদ।
নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন, সহ সভাপতি এস.এম মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক তাহমিদুল এজাজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিনহাজ উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের ও ক্রীড়া সম্পাদক জাকিরুল ইসলাম।
গত ২২ মে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ৩০ মে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ও ১২ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্ত নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন শনিবার দুপুরে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।