নিজের জন্য কাফনের কাপড় ও স্ত্রীর জন্য সাদা কাপড় কিনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারের নাদেরুজ্জামান (৫৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী। মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে লিখেছেন চিরকুটও। তাতে লেখা ঋণের দায়ে জর্জরিত হয়ে বেছে নিয়েছেন মৃত্যুর পথ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নাদেরুজ্জামান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের টেণ্ডল বাড়ির মরহুম দলিল রহমানের ছেলে।
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার সঞ্জয় কুমার সাহা জানান, গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর অপমৃত্যু মামলা হবে।
আত্মহত্যার আগে লিখে রাখা চিরকুটে তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ৮০ লাখ টাকার এনজিও ঋণ রয়েছে। প্রতি সপ্তাহে সাত লাখ টাকা ঋণের কিস্তি পরিশোধ করতে হয়।’
নাদেরুজ্জামান উপজেলার মিঠাছড়া বাজারের প্রবীণ ব্যবসায়ী। একটি ব্রয়লার মুরগির খামার ও একটি মুদি দোকান রয়েছে তার। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার সংসার। বড় ছেলে বিদেশে থাকেন, মেয়ে বিয়ের পর স্বামীর বাড়িতে থাকেন। স্ত্রী ও এক ছেলে নিয়ে মিঠাছড়া বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি।