কাভার্ডভ্যানের ধাক্কায় দু’টুকরো হয়ে উড়ে গেলো অটোরিক্সা

দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় দুই টুকরো হয়ে বেটারিচালিত অটোরিক্সা উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে নগরীতে। এতে রিক্সা চালক ও যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শেরশাহ তারা গেইটের সামনে এই দুর্ঘটনা ঘটে। অটোরিক্সাটি কাভার্ডভ্যানের সামনে এসে পড়লে কাভার্ডভ্যানের ধাক্কায় রিক্সা দুই টুকরো হয়ে যায়।

তিনি আরও বলেন, এতে রিক্সার যাত্রী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে আমরা চমেক হাসপাতালে পাঠিয়েছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেটারি চালিত অটোরিক্সাটি হঠাৎ কাভার্ডভ্যানের সামনে এসে পড়ে। কাভার্ডভ্যান গতি নিয়ন্ত্রণ করলেও রিক্সাটিতে সজোরে ধাক্কা লাগে। এতে রিক্সার উপরের অংশ উড়ে গিয়ে দূরে পড়ে। রিক্সা চালক ও যাত্রী উভয়েই আহত হন। পুলিশ এসে তাদের উদ্ধার করে।

মন্তব্য নেওয়া বন্ধ।