কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, চাপা পড়লেন পথচারী

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কামরুল আলম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পোল মোগরা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কামরুল আলম উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল আউয়াল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি।

এ সময় একটি বাস অন্য একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন বলেন, কামরুল ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ির কিছুদূর সামনে থেকে আর জীবিত ফিরতে পারলেন না। ঘাতক বাস মুহূর্তে কেড়ে নিলো তার প্রাণ।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, কাভার্ডভ্যান চাপায় সামনে থাকা কামরুল আলম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। তবে ঘটনা পর চালকরা পালিয়ে গেছে। নিহতের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।