কারাগারে শারীরিক অবস্থার অবনতি, মানবিক বিবেচনায় জামিনের আবেদন ইঞ্জিনিয়ার মোশাররফের পরিবারের

বয়সের ভারে ন্যুব্জ প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বর্তমানে কারাগারে চরম শারীরিক অবনতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ২০২৪ সালের ২৭ অক্টোবর থেকে কারাবন্দী মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিকিৎসার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার পরিবার।

গত৮ জানুয়ারি (বুধবার) নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে কারাগারে তার সঙ্গে দেখা করেন সহধর্মিণী আয়েশা সুলতানা। সাক্ষাৎ শেষে তিনি জানান, ৮০ বছর বয়সী মোশাররফ হোসেনের ওজন দ্রুত কমে যাচ্ছে। তিনি স্মৃতিশক্তি হারাচ্ছেন এবং বারবার একই কথা বলছেন। বয়সজনিত অসুস্থতার পাশাপাশি বন্দিত্বের কারণে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

আয়েশা সুলতানা এক চিঠিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন, কারাগারে থাকা অবস্থায় পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আমরা পারিবারিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা করতে চাই, কিন্তু সে সুযোগ পাচ্ছি না। সরকারের কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে তার জামিনের আবেদন জানাচ্ছি।

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের উন্নয়নে তার বিশেষ অবদান বিবেচনা করে এই সংকটময় মুহূর্তে তার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত।

উল্লেখ্য, ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টন থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। বিচারাধীন এই মামলায় তিনি প্রায় ৩ মাস ধরে কারাগারে রয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলোও এ ধরনের অবস্থায় বয়স্ক বন্দীদের প্রতি মানবিক আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।