‘কারিগরি শিক্ষা প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে’

কারিগরি বৃত্তিমুলক শিক্ষা প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে চালু বন্ধ রাখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে কারিগরি শিক্ষা কে প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক কাজ করে যাচ্ছে। চীনের মতো দেশ ১৩ বছর সাধারন শিক্ষা বন্ধ রেখে আজ তারা কারিগরি দিক দিয়ে বিশ্বে উল্লেখযোগ্য অবস্থান করেছে। আমরা যদি কারিগরি শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে দেশ এগিয়ে যেতে বাধাগ্রস্থ হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন একথা বলেন। শুক্রবার (২০ জুন) সকালে কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল উড টেকনোলজি ডিপার্টমেন্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, আমরা প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তি স্বার্থের দিকে আগ্রহী হওয়ায় কারিগরি শিক্ষার প্রসার হচ্ছেনা। সাধারণ শিক্ষায় ও কারিগরি শিক্ষায় ভর্তির সময় শিক্ষার্থী সমান বন্টন করা প্রয়োজন। আমাদের কারিগরি বিষয়গুলো আধুনিক ও যুগোপযোগী সম্পন্ন রয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্খা করতে হবে। সবাই মিলে আমরা কারিগরি শিক্ষার প্রসারে একযোগে কাজ করে যাবো। এছাড়া উক্ত সেমিনারে অংশ নেওয়া সকল শ্রেণী পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে প্রচার প্রচারণা চালানোর আহবান জানানো হয়।

উক্ত সেমিনারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মোঃ আনোয়ারুল কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) রূপক কান্তি বিশ্বাস।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ও পেপার প্রেজেন্টার প্রকৌশলী ফারুক রেজার সঞ্চালনায় সমন্ময়কারি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

উক্ত সেমিনারে পার্বত্য অঞ্চল সহ ৫টি জেলার বিভিন্ন সরকারি-বেসরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, সাংবাদিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তারা কারিগরি শিক্ষা প্রসারে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য প্রদান করেন।।

মন্তব্য নেওয়া বন্ধ।