কালুরঘাট সেতুর রেলিংয়ে ট্রাক, ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিংয়ে ট্রাক আটকে পড়ায় ওই সেতু দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। রোববার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরমুখী লেনে ট্রাকটি আটকে যায়। এতে সেতুর দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। পরে রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

রাত সাড়ে ৯টার দিকে বোয়ালখালীর শাকপুরা যাচ্ছিলেন আলাউদ্দিন নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। তিনি বলেন, একটি বড় ট্রাক সেতুর রেলিংয়ে আটকে গেছে। খুব সম্ভবত চালকের অসতর্কতার কারণে এ ঘটনা ঘটে। ট্রাকটি আটকে যাওয়ায় পেছনে ৫০টির মতো যানবাহন সেতুর ওপর আটকে পড়ে। পাশাপাশি সেতুর দুই প্রান্তে কয়েকশ গাড়ি আটকা পড়ে।

কালুরঘাট সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের কর্মী সেলিম জাহাঙ্গীর বলেন, রাত ৯টায় সেতুর মধ্যখানে একটি খালি ট্রাক আটকে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। লোকজন হেঁটে সেতু পার হয়। তবে রাত সাড়ে দশটার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।