শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কাল শনিবার কক্সবাজার আসছেন। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্থাপিত কক্সবাজারস্থ রিসার্চ হ্যাচারি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রীর এই সফর।
তিনি সকাল ৮টা ৫০ মিনিটে কক্সবাজার এসে পৌঁছাবেন। এরপর মন্ত্রী সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্থাপিত কক্সবাজারস্থ রিসার্চ হ্যাচারি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
একই দিন বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মন্তব্য নেওয়া বন্ধ।