কাল সাজেক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

0

কাল শুক্রবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলামের পাঠানো সফর সূচিতে এই তথ্য জানা গেছে। তিনি শুক্রবার ও শনিবার (২০ ও ২১ মে) দুই দিন সাজেক সফর করবেন।

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি দুপুর ২টায় হেলিকপ্টারে সাজেক হ্যালিপ্যাডে নেমে রুন্ময় রিসোর্টে যাবেন। শনিবার সকালে লুসাইপল্লি সাজেক ভ্যালির খাসরাং রিসোর্ট পরিদর্শন শেষে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

এর আগে ১৪ মে রাষ্ট্রপতির সাজেক সফরের কথা ছিল। সে উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল রাঙামাটি জেলা প্রাশাসন। কিন্তু প্রাকৃতিক দূর্যোগের কারণে সেই সফর স্থগিত করা হয়।

রাষ্ট্রপতি সফরের কারণে সাজেকের রিসোর্ট বন্ধ না থাকলেও অধিকাংশ রিসোর্ট রাষ্ট্রপতির সফরসঙ্গীদের জন্য বুকিং রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

এ ব্যাপারে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির সফর উপলক্ষে নিরাপত্তাসহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।