কিংবদন্তি সার্জন ডা. ফজলুল করিম আর নেই

0

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক প্রেসিডেন্ট কিংবদন্তি সার্জন, প্রবীণ রোটারিয়ান প্রফেসর এ এস এম ফজলুল করিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন মা ও শিশুর জেনারেল হসপিটালের ডেন্টাল ইউনিট প্রধান ডাক্তার মো. কামরুল হাসান।

উল্লেখ্য, জীবদ্দশায় প্রফেসর ফজলুল করিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালের সার্জারি বিভাগের প্রধান এবং চট্টগ্রাম রোটারি ক্লাবের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের স্বপ্ন বাস্তবায়নের প্রধান কাণ্ডারী ছিলেন দেশের খ্যাতনামা চিকিৎসক বিজ্ঞানী ও সার্জন প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম। যিনি এই হাসপাতালকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম ও মেধা ব্যয় করেছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm