কুরবানির জন্য পালিত গরু মরলো বজ্রপাতে

বজ্রপাতে চট্টগ্রামের ফটিকছড়িতে ৭টি গরু মারা গেছে। কুরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে ধার-দেনা করে কেনা এসব গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মালিকরা।

শনিবার (১ এপ্রিল) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা পানি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বজ্রপাতে ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. আবদুর রহিমের ৩টি, মো. ফোরকানের ২টি, মো. করিমের ১টি, মো. শফিউল আলমের ১টিসহ মোট ৭টি গরু গোয়ালঘরে বাঁধা অবস্থায় মারা যায়। ৭টি গরুর আনুমানিক দাম প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান কাজী মুহাম্মদ দিদারুল আলম। তিনি বলেন, গোয়ালঘরে বাঁধা অবস্থায় বজ্রপাতে ৭টি গরু মারা গেছে। এমন দুর্ঘটনায় তাদের অনেক ক্ষতি হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।