কৃষকরা আমাদের বাঁচিয়ে রেখেছেন: বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেছেন, কৃষকরা আমাদের বাঁচিয়ে রেখেছেন। কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। বর্তমান আওয়ামী লীগ সরকারের উদ্যেগের কারণে কৃষির উন্নয়ন হচ্ছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠি মিলনায়তনে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপি প্রকল্পের আওতায় কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আধুনিক মেশিনারিজ প্রদান করা হচ্ছে কৃষকদের। জমিতে সারা বছর চাষাবাদ হচ্ছে। বিনামূল্যে কৃষকদের মাঝে গাভী বিতরণ, সাড়ে ৪৪ হাজার মানুষকে বিনামূল্যে সোলার বিতরণ করা হয়েছে।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেন, আওয়ামীগ ৯৬ সালে ক্ষমতায় এসে পাহাড়ে শান্তি এনেছেন রাজনৈতিকভাবে। ৯৭ সালে শান্তি চুক্তি করেছেন। বর্তমানে পাহাড়ের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের ভুর্তুকি দিয়ে সার, কৃষি আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। খাদ্যে আমাদের দেশ স্বয়ং সম্পন্ন। শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দেশের বোঝা নয়, দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বলে মন্তব্য করেন তিনি।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য হারুনুর রশীদ, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা পরিষদের সদস্যসহ আরও অনেকে।

সভা শেষে জেলার ১০ উপজেলার ৩২০ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন অতিথিরা।

মন্তব্য নেওয়া বন্ধ।