কৃষিজমির টপসয়েল কাটার দায়ে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে ফিরোজ (৪২) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে থানা পুলিশের সহযোগিতায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের আরিফশাহ পাড়া হাফেজ নগর দরবার শরীফ সংলগ্ন জমিতে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার সময় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, সাতবাড়িয়া ইউনিয়নে অবৈধভাবে রাতের আঁধারে কৃষি জমির টপসয়েল কাটার সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই অপরাধে জড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।