কৃষি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারার বারখাইন তৈলারদ্বীপে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ মে) বিকালের বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন।

এসময় নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নুরুল ইসলাম বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত মোহাম্মদ হোছাইনের পুত্র। পরে সেখানে অভিযান পরিচালনা করে এক্সেভেটরটি জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।
সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি।

মন্তব্য নেওয়া বন্ধ।