চট্টগ্রামের হাটহাজারীতে বাড়ি নির্মাণের জন্য বালি ভরাট করতে গিয়ে চাঁদাবাজদের বাধার মুখে পড়েছেন এক শিক্ষক। তার অভিযোগের ভিত্তিতে র্যাব চাঁদাবাজ ফোরকার ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, মোহাম্মদ ইয়াছিন নামের এক শিক্ষক তার বসত বাড়ীতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ পরিচালনা করে আসছেন। এলাকার চিহিৃত চাঁদাবাজ ফোরকান চাঁদা দাবি করলে তিনি ১০ হাজার টাকা পরিশোধ করেন।
তিনি আরও বলেন, সোমবার বিকেলে ভুক্তভোগী মোহাম্মদ ইয়াছিন তার বসত বাড়ীতে বালি ভরাট করা জন্য দুটি ট্রাকে বালি নিয়ে তার নির্মাণাধীন বাড়ীর সামনে পৌছালে চাঁদাবাজ ফোরকান ও তার সহযোগীরা ট্রাক থেকে বালি আনলোড করতে বাধা প্রধান করে এবং ভুক্তভোগী মোহাম্মদ ইয়াছিনের নিকট আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। বিষয়টি র্যাবকে জানালে আমাদের টিম অভিযান চালিয়ে রাশেদ ও আসিফ নামের দুই সহযোগীসহ ফুরকানকে আমরা গ্রেপ্তার করি।
অস্ত্র, চুরি ও ডাকাতি সংক্রান্ত মামলার আসামি ফোরকান (৩৪), হাটহাজারীর চন্দ্রপুরের মৃত আব্দুল করিমের ছেলে। রাসেদ ময়মনসিংহের দুর্গাপুরের আব্দুল মোতালেবের ছেলে। আসিফ হাটহাজারীর মাটিয়া সমসজিদ এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাদের হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।