কোটা আন্দোলন: চট্টগ্রামে রেল যোগাযোগ বন্ধ, সড়কে দীর্ঘ যানজট

সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে রেলপথ ও টাইগার পাসে সড়কপথ অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এছাড়া সড়কপথ অবরোধের ফলে নগরীতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরীর দেওয়ানহাটে জড়ো হয়ে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এরপর দুপুর ১টায় শিক্ষার্থীরা ২ ভাগ হয়ে একটি অংশ রেললাইনে অবস্থান নেয় ও অপর একটি অংশ নগরীর টাইগারপাস এসে সড়কপথ অবরোধ করেন।

এ সময় শিক্ষার্থীদের—‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’- ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জনান, মেধাবীদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে আমরা অংশগ্রহণ করেছি। কোটা বৈষম্যের কারণে মেধাবীদের জন্য সকল রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমরা মেধাবী দ্বারা পরিচালিত একটি স্মার্ট বাংলাদেশ দেখতে চাই।

আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা গেছে, রেললাইন অবরোধের পাশাপাশি শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে আরেক্ল ভাগ সড়ক পথও অবরোধ করবে।

প্রসঙ্গত, কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুরুতে শিক্ষার্থীরা ৪ দফা দাবি নিয়ে মাঠে নামলেও বর্তমানে তা এক দফায় পরিণত হয়েছে। দাবিটি হলো- সব গ্রেডে সব প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।