কোটা বাতিলের দাবিতে এবার চট্টগ্রাম নগরে অবরোধ চবি শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে এবার চট্টগ্রাম নগরীতে কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

এতদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কর্মসূচি পালন করলেও শুক্রবার (৫ জুলাই) নগরীতে অবস্থান কর্মসূচির পাশাপাশি সড়ক অবরোধ করেছে চবি শিক্ষার্থীরা।

এদিন বিকাল ৫টার দিকে নগরীর ২নং গেইট সংলগ্ন মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় আধা ঘন্টা ধরে চলা এ অবরোধের প্রভাবে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবি জানায়।

এর আগে, একই দাবিতে দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে চবি শিক্ষার্থীরা। পরে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাটা পাহাড় সড়ক ও জিরো পয়েন্ট মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করতে বিকাল ৪টায় শাটল ট্রেনে করে শহরের উদ্দেশ্য রওনা হয়। শাটল ট্রেন ষোলশহর স্টেসনে পৌছালে শিক্ষার্থীরা সেখানে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করে। এরপর বিকাল ৫টার দিকে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা পদ্ধতির মাধ্যমে তাদের ওপর জুলুম করা হচ্ছে। এটা সম্পূর্ণ অবৈধ ও অন্যায় সিদ্ধান্ত। এছাড়া এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন হচ্ছে বলে শিক্ষার্থীরা দাবি করেন।

তারা বলেন, এদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে শুধু বৈষম্যের বিরুদ্ধে। কোটা পদ্ধতিতে এখনও সেই বৈষম্য বহাল রয়েছে। আমরা চাই কোটা পদ্ধতি বাতিল করে একটা বৈষম্যহীন সমাজ। ছাত্র সমাজের এই দাবি সরকার ও রাষ্ট্রযন্ত্রকে মেনে নিতে হবে। কারণ কোটা পদ্ধতির কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে। এতে মেধাবীদের শ্রমকে ও তাদের চেষ্টাকে নিয়ে প্রহসন করা হচ্ছে বলে শিক্ষার্থীরা মত দেন।

এর আগে, কোটা পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার দুই দফায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে চবি শিক্ষার্থীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।