কোটা সংস্কার আন্দোলন, চট্টগ্রামে প্রতিদিন নতুন মামলা, গ্রেপ্তার ৫১৬

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থার দায়ের করা মামলার সংখ্যা এখন ২০টি। ২৪ জুলাইয়ের পর প্রতিদিন নতুনভাবে একটি করে মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ ২৮ জুলাই নগরীর পাঁচলাইশ থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদি ভিকটিম বলে জানিয়েছে পুলিশ।

২৪ জুলাই পর্যন্ত ১৬ মামলায় আসামি ছিল প্রায় ৩৭ হাজার, গ্রেপ্তার ছিল ৩৭৩ জন। গত ২৪ ঘন্টায় ৪০ জনকে গ্রেপ্তার দেখিছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৫১৬ জন।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতায় পাঁচলাইশ থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। মামলায় ৫০ জনের নাম উল্লেখ এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নতুন মামলার এজাহারে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীদের আহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এখনো পর্যন্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে অস্ত্র উঁচিয়ে গুলি করা সন্ত্রাসীদের বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

মন্তব্য নেওয়া বন্ধ।