কোতোয়ালীসহ সিএমপির ৪ থানায় নতুন ওসি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীসহ চার থানার ওসিকে বদল করা হয়েছে। অপর তিন থানা হলো—চান্দগাঁও, বাকলিয়া ও পতেঙ্গা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

কোতোয়ালী থানায় পদায়ন করা হয়েছে এসএম ওবায়েদুল হককে, ওসি কোতোয়ালী জাহিদুল কবীরকে বদলি করা হয়েছে চান্দগাঁও থানায়। পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেনকে বাকলিয়া থানায় পদায়ন করে সিটিএসবির পরিদর্শক কবিরুল ইসলামকে পতেঙ্গা থানায় পদায়ন করা হয়েছে।

একই আদেশে চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলামকে ডিবি পশ্চিমে, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম এবং অপর পরিদর্শক সাজেদ কামালকে সিটিএসবিতে বদলী করা হয়েছে।

চট্টগ্রামে পু‌লিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ শ‌হীদুল্লাহ মারা যাওয়ার ঘটনায় চান্দগাঁও থানার ওসি ও পরিদর্শক তদন্ত, দুই এএসআই, কথিত যুবলীগ নেতা জসিমসহ ৯ জনের বিরুদ্ধে গত ১৬ অ‌ক্টোব‌র আদালতে মামলা করেন তাঁর স্ত্রী ফয়‌জিয়া। মামলাটি পিবিআই তদন্ত করছে। তখন থেকে ওসি খায়রুল ছুটিতে ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।