কোতোয়ালী থানার ওসি জাহিদকে প্রত্যাহার করে শাস্তির দাবি

চট্টগ্রামে সাংবাদিক নেতৃবৃন্দের সমাবেশ

প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি ও ক্যামেরা কেড়ে নেওয়ার ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবিরকে প্রত্যাহার ও শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা এ দাবি জানান। অন্যথায় সকল সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

গতকাল দুপুরে নগরীর নাসিমন ভবনে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে উঠানোর সময় ফুটেজ সংগ্রহ করতে গেলে ক্যামেরা কেড়ে নেয় পুলিশ। এ সময় এনটিভির সাংবাদিক আরিচ আহমেদ শাহ এই ঘটনার প্রতিবাদ জানালে তাকে গ্রেপ্তারের হুমকি দেন কোতোয়ালী থানার ওসি।

এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন সাংবাদিক সংগঠন। চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের যুগ্ম সম্পাদক কাজী মহসিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামসুল হক হায়দারী, সাধারণ সম্পাদক লতিফা রুনা, সিইউজের সহ-সভাপতি রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আহমেদ শাহ ও আরিচ আহমেদ শাহ বক্তব্য রাখেন।

মন্তব্য নেওয়া বন্ধ।