চট্টগ্রাম নগর পুলিশের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর মুন্সি হাজিফুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল সোয়া ৮টায় রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হাজিফুর রহমান দেশ বিদেশে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা খরচে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলো নগর পুলিশ (সিএমপি), তার দীর্ঘ দিনের সহযোগীরা।
টিআই হাফিজের মৃত্যুর বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন সিএমপির ট্রাফিক বিভাগের (দক্ষিণ) উপ-কমিশনার জয়নুল আবেদিন টিটু। তিনি বলেন, আমাদের দীর্ঘ দিনের সহকর্মী টিআই মুন্সি হাফিজুর রহমান আর নেই। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গোপালগঞ্জের সন্তান মুন্সি হাফিজুর রহমান স্ত্রী ও এক ছেলে-এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।