চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও জেলা পর্যায়ে দ্বিতীয় পুরষ্কার প্রাপ্ত কিশোর ফুটবলার মোহাম্মদ আশিক (১৭) অবশেষে ব্লাড ক্যান্সারের কাছে হার মানলেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৫টায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আশিক উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোহাম্মদ হাসানের ছেলে। একবোন চার ভাইয়ের মধ্যে আশিক সবার ছোট। বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাত ৮টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
আশিক ২০২২ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গোলকিপার পদক লাভ করে। চট্টগ্রাম জেলা পর্যায়েও বেশ সুনামের সাথে তার দলকে রানার্স-আপ ট্রাপি জয়ে ভুমিকা রাখে।
কিশোর ফুটবলার আশিকের মৃত্যুতে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইশতিয়াক ইমন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী, রায়পুরের চেয়ারম্যান আমিন শরীফ, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ক্রীড়া শিক্ষক এনামুল হকসহ ক্রীড়াবিদরা গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।