খাগড়াছড়িতে অবৈধ কাট জব্দ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তারাবনছড়া এলাকা থেকে অবৈধ কাঠ জব্দ করেছে পানছড়ি বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের মাধ্যমে বিজিবির নিয়মিত টহল চলাকালীন সময়ে নায়েক সুবেদার মো. মোফাজ্জল হোসেন নেতৃত্বে এ কাঠ জব্দ করা হয়। এ সময় ১৩৫ দশমিক ৩১ ঘনফুট কাঠ জব্দ করে যার বাজার মূল্য ৮৩ হাজার ৫০০ টাকা।

পানছড়ি বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত রক্ষায়, অবৈধ চোরাচালান ও পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারী জোরদার আছে। দেশ মাতৃকার সেবায় সর্বদা বিজিবি মর্যাদার সাথে কাজ করে যাচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।